Maha Kumbh 2025: মাঘী পুর্ণিমার পুণ্যস্নাানে পুণ্যার্থীরা ভিড় মহাকুম্ভে
ABP Ananda Live: অনেক দূরে মহাকুম্ভ। তার ওপর সেখানে ঘটছে একের পর এক দুর্ঘটনা। ফলে, মাঘী পুর্ণিমার পুণ্যস্নাানের জন্য পুণ্যার্থীরা ভিড় করেছেন সাগরে। প্রশাসন সূত্রে খবর, লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে স্নানের জন্য।
২০২৬-এর ভোটের আগে এটাই ছিল মমতার সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কাজেই সেদিকে যে রাজ্যবাসীর নজর থাকবে তা বলাইবাহুল্য। এবার বাজেটে কী ঘোষণা হবে ? থাকবে কি কর্মসংস্থানের কোনও দিশা ? বিভিন্ন সামাজিক খাতে বাড়বে বরাদ্দ ? ন্যায্য DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁদের জন্যই বা কী ঘোষণা হবে ? ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পে বাজেট-বরাদ্দ থাকতে পারে বলেও রাজনৈতিক জল্পনা ছিল। এই আবহেই এদিন বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে একহাত নেওয়ার পাশাপাশি একাধিক বিষয় তুলে ধরলেন তিনি।


















