Mamata Banerjee: 'বাংলাকে নকল করছে ভারতবর্ষ, ২০০০ কোটি টাকা রাখা হয়েছে কেন্দ্রীয় বাজেটে', বললেন মমতা
ABP Ananda LIVE: 'সন্দেশখালি (Sandeshkhali)নিয়ে অনেকে ভুয়ো সন্দেশ দিয়েছে'। 'যদি কোনও কিছু ঘটে থাকে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, তৃণমূল নেতাদের গ্রেফতার করতে কার্পণ্য করি না'। 'বিজেপির(BJP) কাজ একটাই তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা কর,'।'কেন বদনাম করা হচ্ছে ?' 'চ্যালেঞ্জ করছি, বাংলাই (West Bengal)একমাত্র জায়গা যেখানে মহিলারা সবচেয়ে বেশি সুরক্ষিত'। 'হাথরস, মণিপুরে বিচার হয় না, কোথায় ছিলেন বিজেপির নেতারা ?' 'মণিপুরে (Manipur) যখন সন্ত্রাস চলছিল, তখন কোথায় ছিলেন মন্টুবাবুরা ?' 'বিজেপির বিরুদ্ধে কোনও কথা বলা যাবে না'। 'বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে যোগ দিচ্ছেন'। 'এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবেন'। 'প্রতিদিন পিল কিনছে, বিজেপি যা বলছে তাই করছে'। 'আইনে কোনটা বেঠিক, কোনটা সঠিক জানি'। 'কলকাতা সুরক্ষিত শহর, এরা কেউকেটা, তবে আমি খুশি তাদের মুখোশটা খুলে পড়েছে'। 'হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি নিয়ে বড় নেতা হয়ে গেছিলেন'। 'টিভিতে ইন্টারভিউ করছে, অভিষেকের (Abhishek Banerjee)নাম করে বলেছে'। 'কাল থেকে আপনার রায় জনগণ দেবে'। 'আপনি হাজার হাজার মানুষের চাকরি খেয়েছেন, কাল থেকে রায় দেবে জনগণ'। 'বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করুন, কোনও সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম'। 'সিপিএম, বিজেপি, কেউটের থেকেও ভয়ঙ্কর', মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।