Morning Headlines: ১৬ জুলাই থেকে সপ্তাহে ৫ দিন সবার জন্য় মেট্রো, বন্ধই থাকছে লোকাল
১৬ জুলাই থেকে কার্যত লকডাউনে (Covid Restriction In Bengal) আরও ছাড়। বাজার, দোকান, শপিং মলে উঠল সময় বিধি। সোম থেকে শুক্রবার সপ্তাহে পাঁচ দিন ৫০% যাত্রী নিয়ে চলবে মেট্রো (Kolkata Metro)। বন্ধ থাকবে শনি ও রবিবার।
সাধারণ যাত্রীদের জন্য মেট্রোয় ছাড়। আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন (Local Train)। খুলছে না স্কুল, কলেজ, সিনেমা হল। রাজ্য জাতীয় স্তরে প্রশিক্ষণের জন্য সকালে চার ঘণ্টা খোলা যাবে সুইমিং পুল।
দিঘার (Digha) পর এবার দার্জিলিং (Darjeeling)। ভ্য়াকসিনের (Vaccine) দু'টি ডোজ কিংবা করোনা (Corona) নেগেটিভ হলেই মিলবে হোটেলে থাকার অনুমতি। দেশে বাড়ল দৈনিক আক্রান্ত (Dealy Infection Rate)। শুক্রবার থেকে খুলছে বাগবাজারে মায়ের বাড়ি।
করোনার তৃতীয় ঢেউ (Third Wave Of Corona) আছড়ে পড়ার আশঙ্কা। উপসর্গহীন রোগী খুঁজতে সেন্টিনাল সার্ভেইলেন্স চালু করছে স্বাস্থ্য দফতর। বাজারের মতো এলাকায় ঢিলেমি দিলে চলবে না। রাজ্যকে কড়া বার্তা কেন্দ্রের।