নজরে ৯ চটজলদি: নারদ মামলায় গৃহবন্দি ৪ হেভিওয়েট, সোমবার বৃহত্তর বেঞ্চে ফের শুনানি
অন্তর্বর্তী জামিন নিয়ে দুই বিচারপতির মতভেদ, ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল হাইকোর্ট। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে রয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেন রয়েছেন যে বৃহত্তর বেঞ্চে। এদিকে এই বেঞ্চের সামনে ৪ নেতার জামিনের ওপর স্থগিতাদেশ, সিবিআই-এর অন্য রাজ্যে মামলা সরানো সহ সব আবেদন উঠবে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। সোমবার সকালে শুনানি। আদালতের নির্দেশের পরেই প্রেসিডেন্সি জেল থেকে বাড়ি ফিরলেন ফিরহাদ হাকিম। গৃহবন্দি অবস্থায় ভিডিও কনফারেন্সের রেকর্ড রাখতে হবে। ভার্চুয়ালি কার সঙ্গে, কী কথা, রাখতে হবে রেকর্ড। গৃহবন্দি অবস্থায় বাড়িতে কে আসছেন, তাও রাখতে হবে রেকর্ড।সিসিটিভি না থাকলে, তা রাখার ব্যবস্থা করতে হবে। ৪ নেতা-মন্ত্রীর গৃহবন্দি রাখা নিয়ে নির্দেশ হাইকোর্টের। মমতার জন্য ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, লড়তে পারেন খড়দা থেকে। দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের ৪ হাজার ছাড়াল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, শারীরিক অবস্থার উন্নতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যরও। বাইকে গামছা দিয়ে বেঁধে মাকে হাসপাতালে নিয়ে গেল ছেলে! পান্ডুয়ায় করোনা আক্রান্তের জন্য অ্যাম্বুল্যান্স না পাওয়ার অভিযোগ। অ্যাম্বুল্যান্স না পেয়ে বাইকেই গামছা দিয়ে বেঁধে হাসপাতালে ছেলে। ফের রাজ্যে মৃতদেহ সৎকার নিয়ে জটিলতা। বালুরঘাটে প্রায় ১২ ঘণ্টা বাড়িতেই পড়ে রইল অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃতদেহ। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। সকালে প্রতিবেশীদের ডাকাডাকি করলেও কেউ উত্তর দেননি। বিকেলে তৃণমূল কর্মীদের উদ্যোগে দেহ বালুরঘাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর করোনা পরীক্ষা হবে। কোভিড আক্রান্তদের জন্য ভ্রাম্যমান অক্সিজেন পার্লরের সূচনা। কলকাতা পুরসভার কোঅর্ডিনেটর সুশান্ত ঘোষের উদ্যোগে চালু হল দুটি বাস।