Narada Scam Probe : কারও ইসিজি, কারও সিটি স্ক্যান, জেল হেফাজতে থাকা নেতাদের পরপর স্বাস্থ্যপরীক্ষা
আজ বাতিল হয়ে গিয়েছে নারদ (Narada) কাণ্ডে ৪ হেভিওয়েট নেতার জামিনের পুনর্বিবেচনা মামলার শুনানি। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মদন মিত্র (Madan Mitra), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) ও শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। অন্যদিকে প্রেসিডেন্সি জেলে রয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আজ মদন মিত্রের বুকের সিটি স্ক্যান করা হয়েছে। সিওপিডি সমস্যা ছাড়াও কোভিডজনিত দুর্বলতা রয়েছে তাঁর। সি-প্যাপ দেওয়া হচ্ছে তাঁকে। শোভন চট্টোপাধ্যায়ের হৃদযন্ত্রের সমস্যার কারণে ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। বেশ কয়েকটি রক্ত পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। রিপোর্ট খতিয়ে দেখবে মেডিক্যাল বোর্ড। সুব্রত মুখোপাধ্যায়ের উৎকণ্ঠাজনিত কারণে রক্তচাপ ও ব্ল্যাডসুগারের মাত্রা ওঠা-নামা করছে। নিয়মিত ওষুধের তালিকায় কিছুটা পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে অনেকটাই সুস্থ রয়েছেন ফিরহাদ হাকিম। তাঁর জ্বর কমেছে।