এক্সপ্লোর
Advertisement
দিল্লিতে চলছে ভোটগ্রহণ, দুপুর বারোটা পর্যন্ত পড়ল ১৫.৬৮ শতাংশ ভোট
সিএএ নিয়ে শাহিনবাগ আন্দোলনের আবহেই আজ দিল্লিতে শুরু হল বিধানসভা ভোট। ৭০ আসনের দিল্লি বিধানসভার ভোটগ্রহণ শুরু সকাল ৮টায়। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। ৬৭২ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ১ কোটি ৪৭ লক্ষ ৮৬ হাজার ৩৮২ জন ভোটার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নতুন দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুনীল যাদব। কংগ্রেসের হয়ে এই আসনে দাঁড়িয়েছেন রমেশ সাব্বারওয়াল। ১১ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ভোটের ফল ঘোষণা।
নির্বাচনে ৭০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে আম আদমি পার্টি। বিজেপি লড়ছে ৬৭টি আসনে। এনডিএ শরিক জেডিইউ ২টি ও এলজেপি ১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কংগ্রেস দুই দলই ৬৬টি আসনে প্রার্থী দিয়েছে। তাদের শরিক আরজেডি লড়ছে ৪টি আসনে।
সবথেকে বেশি ২৮ জন প্রার্থী লড়ছেন নতুন দিল্লি বিধানসভা আসনে। সবথেকে কম ৪ জন প্রার্থী রয়েছেন পটেলনগর বিধানসভা কেন্দ্রে। সবথেকে বড় বিধানসভা কেন্দ্র নারেলা, সবথেকে ছোট বল্লিমারান। ভোটার সংখ্যা সবথেকে কম চাঁদনি চক বিধানসভা কেন্দ্রে। মাটিয়ালা বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা সবথেকে বেশি।
দিল্লি বিধানসভা নির্বাচনে এবার আশি ঊর্ধ্ব ভোটার রয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৮৩০ জন। শতবর্ষ পেরনো ভোটারের সংখ্যা ১৪৭। গ্রেটার কৈলাসের বাসিন্দা ১১০ বছরের কালীতারা মণ্ডল প্রবীণতম ভোটার।
নির্বাচনে ৭০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে আম আদমি পার্টি। বিজেপি লড়ছে ৬৭টি আসনে। এনডিএ শরিক জেডিইউ ২টি ও এলজেপি ১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কংগ্রেস দুই দলই ৬৬টি আসনে প্রার্থী দিয়েছে। তাদের শরিক আরজেডি লড়ছে ৪টি আসনে।
সবথেকে বেশি ২৮ জন প্রার্থী লড়ছেন নতুন দিল্লি বিধানসভা আসনে। সবথেকে কম ৪ জন প্রার্থী রয়েছেন পটেলনগর বিধানসভা কেন্দ্রে। সবথেকে বড় বিধানসভা কেন্দ্র নারেলা, সবথেকে ছোট বল্লিমারান। ভোটার সংখ্যা সবথেকে কম চাঁদনি চক বিধানসভা কেন্দ্রে। মাটিয়ালা বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা সবথেকে বেশি।
দিল্লি বিধানসভা নির্বাচনে এবার আশি ঊর্ধ্ব ভোটার রয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৮৩০ জন। শতবর্ষ পেরনো ভোটারের সংখ্যা ১৪৭। গ্রেটার কৈলাসের বাসিন্দা ১১০ বছরের কালীতারা মণ্ডল প্রবীণতম ভোটার।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement