এক্সপ্লোর
সুশান্তের পর চলে গেলেন কাই পো চে-র আরেক অভিনেতা, আসিফ বসরার ঝুলন্ত দেহ উদ্ধার
সুশান্ত সিং রাজপুতের পর আরেক অভিনেতার অস্বাভাবিক মৃত্যু। হিমাচল প্রদেশে ধরমশালায় উদ্ধার হল অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ। ব্ল্যাক ফ্রাই ডে, হিচকি, জব উই মেট, কাই পো চে’র মতো ছবিতে অভিনেতাকে দেখা গিয়েছে তাঁকে। বৃহস্পতিবার দুপুরে আসিফের ধরমশালার বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান, আসিফ আত্মহত্যা করেছেন। তবে কোনও সুইসাইড নোট মেলেনি। ফরেন্সিক আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেন। এই ঘটনায় শোকস্তব্ধ বলিউড।
আরও দেখুন

















