এক্সপ্লোর
আজ জন্মদিন...দঙ্গল তারকার এই অজানা তথ্য় গুলো জেনে নিন
সাক্ষী তানওয়ার। হিন্দি ধারাবাহিকের অন্য়তম জনপ্রিয় অভিনেত্রী। তাঁর অভিনয় দক্ষতা প্রশংসা কুড়িয়েছে স্বয়ং মিস্টার পারফেকশনিস্টেরও। ধারাবাহিক হোক বা শর্ট ফিল্ম, সবক্ষেত্রেই সাক্ষীর অভিনয় মন কেড়েছে দর্শকের। 'করলে তু ভি মহব্বত', 'দ্য় ফাইনাল কল', মিশন ওভার মার্সের মত ওয়েব সিরিজে সাক্ষীর ধারাল অভিনয়ের স্বাদ পেয়েছেন দর্শকরা। ১৯৭৩ সালে আজকের দিনেই রাজস্থানের এক মধ্যবিত্ত পরিবারে জন্মছিলেন এই অভিনেত্রী। বাবা সিবিআইয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাজেন্দ্র সিংহ তানওয়ার। নয়াদিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে স্নাতক হওয়ার আগে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা সাক্ষীর। ১৯৯৯ সালে ন্য়াশনাল চ্য়ানেলে একটি বিনোদন শো হোস্ট করেছিলেন সাক্ষী। সেই প্রথম, তারপরই টেলিভিশনের দুনিয়ায় শুরু হল তাঁর যাত্রা। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত 'বড়ে আচ্ছে লাগতে হ্য়ায়' ধারাবাহিকে তিনি প্রিয়া কপূরের ভূমিকায় অভিনয় করেছিলেন রাম কপূরের বিপরীতে। তাঁদের জুটির কেমিস্ট্রির জাদু ধরা পড়েছে ওয়েব সিরিজ করলে তু ভি মহব্বতেতেও। ২০১৬ সালের দঙ্গল ছবিতে আমির খানের পাশে সাক্ষীর সাবলীল অভিনয় বারবার প্রমাণ করে কাজের প্রতি তাঁর নিষ্ঠা-ভালবাসা।
কাজের প্রতি সাক্ষীর প্য়াশন তাকে এনে দিয়েছে ইন্ডিয়ান টেলি অ্য়াওয়ার্ড, কালাকার অ্য়াওয়ার্ড, বিগস্টার এন্টারটেনমেন্ট অ্য়াওয়ার্ডের মত একাধিক সম্মান।
২০২১-এ মনোজ বাজপেয়ী ও নীনা গুপ্তর সঙ্গে সাক্ষীর থ্রিলার প্রজেক্ট 'ডায়াল 100' এর জন্য আপাতত অপেক্ষায় তাঁর ফ্য়ানরা।
কাজের প্রতি সাক্ষীর প্য়াশন তাকে এনে দিয়েছে ইন্ডিয়ান টেলি অ্য়াওয়ার্ড, কালাকার অ্য়াওয়ার্ড, বিগস্টার এন্টারটেনমেন্ট অ্য়াওয়ার্ডের মত একাধিক সম্মান।
২০২১-এ মনোজ বাজপেয়ী ও নীনা গুপ্তর সঙ্গে সাক্ষীর থ্রিলার প্রজেক্ট 'ডায়াল 100' এর জন্য আপাতত অপেক্ষায় তাঁর ফ্য়ানরা।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement