এক্সপ্লোর
Advertisement
Nargota Encounter: 26/11-এর ধাঁচে শ্রীনগরে হামলার ছক ছিল জঙ্গিদের, জেনে নিন কীভাবে রুখল সেনা
জম্মুর Nagrota-য় সেনা-জঙ্গি Encounter নিয়ে বিস্ফোরক তথ্য। Indian Army সূত্রে খবর, ২৬/১১-র ধাঁচে কাশ্মীরে নাশকতার ছক কষা হয়। মূল ষড়যন্ত্রী মাসুদ আজহারের ভাই। সেনাবাহিনী সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ সাম্বা সেক্টরে অনুপ্রবেশ করে জঙ্গিরা। ৩টেয় জম্মু-পাঠানকোট হাইওয়েতে তারা একটি ট্রাকে ওঠে। রাত ৩টে ৪৪-এ, সাম্বা টোল প্লাজায় এসে দাঁড়ায় অস্ত্র, বিস্ফোরক ও জঙ্গি বোঝাই ট্রাকটি। এর ৩৭ মিনিট পর, Nagrota toll plaza-য় ট্রাক পৌঁছলে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। সেনা সূত্রে খবর, Nagrota টোল প্লাজা পার হওয়ার পর সোজা শ্রীনগরে গিয়ে মুম্বইয়ের ধাঁচে হামলা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। সেনা সূত্রে খবর, জঙ্গিরা কোথায় পৌঁছেছে, কী করছে, P-1 ও P-55 এই দুটি সাঙ্কেতিক নম্বর থেকে মেসেজে আসছিল প্রশ্ন। পাকিস্তান থেকে মেসেজ করা হচ্ছিল, নাকি ভারতেই জঙ্গিদের সঙ্গীরা লুকিয়ে রয়েছে, তা জানতে শুরু হয়েছে তল্লাশি। ওইদিন সেনা-জঙ্গি সংঘর্ষে চার জইশ জঙ্গির মৃত্যু হয়। এই প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী Narendra Modi। প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিদেশসচিব ও গোয়েন্দা আধিকারিকরা। সেনার কৃতিত্বকে বাহবা জানিয়ে প্রধানমন্ত্রী Tweet করেছেন। গোয়েন্দাদের কাছে খবর, মুম্বই হামলার বর্ষপূর্তি উপলক্ষে বড়সড় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement