এক্সপ্লোর
রামমন্দিরের ভূমিপুজো: এই ১ মিনিট সবথেকে শুভ, দুপুর ১২.৪৪ থেকে থেকে ১২.৪৫, এই সময়েই হবে পুজোর সূচনা
অপেক্ষা আর কিছু মিনিটের। তারপরই অযোধ্যার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় প্রস্তুতি একেবারেই শেষের মুখে। সরযু নদীতে বাড়ছে জল। সুন্দর আবহাওয়া অযোধ্যা জুড়ে। নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে অযোধ্যা। আমন্ত্রণের কার্ড বিশেষ বারকোড যুক্ত। বারকোড স্ক্যান করে প্রবেশ করতে হবে নিমন্ত্রিতদের।
আরও দেখুন

















