NEET Exam Paper Leak: নিট প্রশ্নফাঁস কাণ্ডে নতুন তথ্য!এই কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিট-এর প্রশ্নপত্র
নিট প্রশ্নফাঁস কাণ্ডে নতুন তথ্য। ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিট প্রশ্নপত্র, খবর সূত্রের। পাটনায় উদ্ধার পোড়া প্রশ্নপত্র থেকে মিলেছে এই তথ্য, খবর সূত্রের। ঝাড়খণ্ডে গাড়িতে করে পালানোর সময় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে রাজ্য পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে মিলেছে বেশ কিছু তথ্য, জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ
নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝেই শুক্রবার লাগু হল নতুন প্রশ্নফাঁস বিরোধী আইন। এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনে উল্লেখ করা হয়েছে ১৫ টি বিষয়। এই ১৫ টির মধ্য়ে যে কোনও একটি কাজে যুক্ত থাকলেই যেতে হতে পারে জেলে। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে কিংবা প্রশ্নপত্র বা উত্তর ফাঁসে অন্য কারও সঙ্গে যুক্ত থাকলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কোনও অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা OMR শিট দেখলে অথবা নিজের কাছে রাখলে অথবা অননুমোদিত হয়েও পরীক্ষার সময় এক বা একাধিক প্রশ্নের উত্তর প্রকাশ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে আইনে।