CBI On NEET Scam: মেডিক্যালে সর্বভারতীয় এন্ট্রান্সের জাল ছড়িয়ে রাজস্থানেও? তদন্তে CBI
CBI On NEET Scam: মেডিক্যালে সর্বভারতীয় এন্ট্রান্সের জাল ছড়িয়ে রাজস্থানেও? রাজস্থানে ৩টি মামলা দায়ের করে তদন্তে সিবিআই । NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে লাতুর থেকে ২ শিক্ষক গ্রেফতার । ধৃতদের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা। NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে তদন্তে গোধরা, পাটনায় CBI কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুরু তদন্ত হয়েছে। সূত্র মারফত খবর, সব অভিযোগের তদন্ত করতে হবে, CBI-কে নির্দেশ শিক্ষামন্ত্রকের: সূত্র। পরীক্ষা পরিচালনা ও ষড়যন্ত্রে যুক্ত সরকারি কর্মীদের ভূমিকাও দেখার নির্দেশ। নেটের তদন্তে নেমে উত্তরপ্রদেশের এক নিট পরীক্ষার্থীকে সিবিআই জিজ্ঞাসাবাদ । 'শরীর খারাপ বলে কোটা থেকে লখনউ ফিরেছিলেন ওই পরীক্ষার্থী'। প্রথম দফায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের দিল্লিতে সিবিআই তলব: সূত্র। 'প্রশ্ন ফাঁসের খবর ছড়িয়ে পড়তেই মোবাইল ফোন থেকে অ্যাপ ডিলিট'। টেলিগ্রাম অ্যাপে প্রশ্ন ফাঁস, ৯টি ফোন বাজেয়াপ্ত করে পাঠানো হল ফরেন্সিকে: সূত্র। ABP Ananda LIVE