NEET Scam: প্রশাসনের বোর্ড গাড়িতে লাগিয়ে ঘুরছিল নিটকাণ্ডে যুক্ত সিকন্দর,খবর পেয়ে গ্রেফতার করে পুলিশ
ABP Ananda IVE: দানাপুর নগর প্রশাসনের বোর্ড গাড়িতে লাগিয়ে ঘুরছিল নিটকাণ্ডে (neet controversy)অভিযুক্ত সিকন্দর। গোপনসূত্রে খবর পেয়ে চেকপোস্টে আটকায় পুলিশ। পালানোর চেষ্টা করে সিকন্দর ও তাঁর সাগরেদরা। শাস্ত্রীনগর থানায় রাখা সেই গাড়ির ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রকাশ কুমার।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক। আসানসোল-দুর্গাপুর কমিশনারেট সূত্রে খবর, মেঘালয়ের রিভয় জেলার খানাপাড়া থানা এলাকা থেকে চৌধুরী নামে এক দুষকৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বিহারের শিবানে। আজ তাকে রিভয় জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসবে পুলিশ। এ নিয়ে এই ডাকাতির ঘটনায় গ্রেফতারের সংখ্য়া বেড়ে হল ৫। ৯ জুন ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দিয়ে লুঠপাট করে পালায় দুষকৃতীরা। পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই হয়। ডাকাতির দু ঘণ্টার মধ্যে আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।