One Nation One Election: এক দেশ এক ভোটের লক্ষ্যে আরও এগোল মোদি সরকার। আলোচনার জন্য যাচ্ছে জেপিসিতে।
ABP Ananda Live: লোকসভায় পেশ হল এক দেশ, এক ভোট বিল। সংসদে বিল পেশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। বিলের বিরোধিতা কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারির। 'এই বিল ভারতের সাংবিধানিক কাঠামোর পরিপন্থী', বললেন মণীশ তিওয়ারি। এই বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করবে, দাবি কংগ্রেসের। বিলের বিরোধিতায় সোচ্চার তৃণমূল কংগ্রেসও। 'এই বিল অসীম ক্ষমতা দেবে নির্বাচন কমিশনকে', বললেন কল্যাণ।
আরও খবর, ভুয়ো ভোটার, আধার এবং প্যানকার্ড দিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দাফাঁস। কলকাতা থেকে উত্তর ২৪ পরগনায় ছড়ানো চক্র। এখনও পর্যন্ত অন্তত ৭৩ জন বাংলাদেশির হাতে পৌঁছে গেছে ভারতীয় পাসপোর্ট, আদালতে এমনটাই দাবি করেছেন সরকারি আইনজীবী। পুলিশ সূত্রে দাবি, এই সংখ্য়াটা সব মিলিয়ে ২৫০-ও হতে পারে। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ডাকবিভাগের একজন স্থায়ী ও একজন অস্থায়ী কর্মীও রয়েছেন।