Pahalgam Attacks :জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনা অভিযান, জঙ্গিদের খোঁজে রাজবাগ এলাকায় তল্লাশি
ABP Ananda Live: জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনা অভিযান। জঙ্গিদের খোঁজে রাজবাগ এলাকায় তল্লাশি পুলিশের। পহেলগাঁও হামলার ৯৭দিনের মাথায় বদলা, ২ হামলাকারী জঙ্গির মৃত্যু। সোমবার শ্রীনগরের হারওয়ানে ভারতীয় সেনার 'অপারেশন মহাদেব'। ১৫দিন ধরে জঙ্গিদের গতিবিধিতে সেনার নজর, ৩ জঙ্গির মৃত্যু। সেনার গুলিতে পহেলগাঁও হামলার জঙ্গি সুলেমান, ইয়াসিরের মৃত্যু। কাশ্মীরে 'অপারেশন মহাদেব', নিহত সুলেমান-ইয়াসির-হামজা । উদ্ধার AK-47 রাইফেল, আমেরিকার তৈরি কার্বাইন, ১৭টি রাইফেল গ্রেনেড। আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না চিরুনি তল্লাশি ভারতীয় সেনার।
দার্জিলিংয়ে বড় দুর্যোগ, ফুঁসছে তিস্তা, বিপদসীমার উপরে জল, বন্ধ কালিম্পংয়ের রাস্তা
বাংলাজুড়ে চলছে প্রবল দুর্যোগ। উত্তর থেকে দক্ষিণ , তুমুল বৃ্ষ্টিতে ভিজছে জেলা থেকে জেলা। টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। বিপদের মুখে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাও। একটানা ভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে পাহাড়ি নদী তিস্তা। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল।খরস্রোতা তিস্তা জলে ভেসেছে সড়ক। আলগা হচ্ছে পাহাড়ের মাটি। টানা বৃষ্টির জেরে প্রতি মুহূর্তে ধস নামার আশঙ্কা। ফুঁসছে নদী। কালিম্পং-দার্জিলিং সড়ক এখন যোগাযোগ বিচ্ছিন্ন। রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার জল। তিস্তা ব্রিজের কাছে কালিম্পং-দার্জিলিং সংযোগকারী রাস্তা পুরোপুরি জলের তলায়। সোমবার রাত থেকেই ওই সমস্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প রাস্তায় যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।


















