Parliament New Session: ১৮ জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন, কোন মন্ত্রক কার? | ABP Ananda LIVE
১৮ জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন। ১৮ এবং ১৯ জুন হতে পারে নতুন সাংসদদের শপথগ্রহণ। ২০ জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা। ২১ জুন দুই কক্ষের যৌথ অধিবেশন, ভাষণ দেবেন দ্রৌপদী মুর্মু। গতকাল শপথ নেওয়ার পর আজ সকালেই পিএমও-তে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদি। আজ নতুন মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনা। আজই মন্ত্রক বণ্টন হতে পারে নতুন মন্ত্রীদের।
বাংলা থেকে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গা পেলেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। দু-জনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে। তৃতীয় মোদি সরকারেও ক্যাবিনেট মন্ত্রী-বিহীন বাংলা। ২০১৯-এর লোকসভা ভোটে, বাংলা থেকে রেকর্ড ১৮টি আসনে জিতলেও, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছিল সেই ২ জনকেই। বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। পরে, এই দুজনকে সরিয়ে নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা এবং সুভাষ সরকারকে মন্ত্রী করা হয়। কিন্তু, সবাই প্রতিমন্ত্রী। এবারও প্রতিমন্ত্রী, এবং সংখ্যা সেই দুই। এতেই প্রমাণ হচ্ছে বিজেপির বাঙালি বিদ্বেষী মানসিকতা। প্রতিবার কেন এই দুটি করে গোরুর গাড়ির হেডলাইট? বাংলাকে তুচ্ছতাচ্ছিল্য করে বিজেপি, আক্রমণ তৃণমূল কংগ্রেসের। ভবিষ্যতে বাংলার জন্য ভাল কিছু অপেক্ষা করছে. জবাব বিজেপির।