7:30 tay Saradin: গরুপাচার মামলায় সিবিআই দফতরে নথি জমা দিলেন অনুব্রত মন্ডলের আইনজীবী ।Bangla News
এসএসসি দুর্নীতি মামলায় ফের ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইএর। কার নির্দেশে নিয়োগ হয়েছিল? প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়ের।
এসএসসিতে উপদেষ্টা কমিটি গঠন করা হলেও কোনও নিয়ন্ত্রণ ছিল না। জিজ্ঞাসাবাদে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের।
SSC দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে এখনই হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সবোর্চ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু তাঁর আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির সম্ভাবনা কম। আবেদনে বেশ কিছু ত্রুটি মিলেছে। আবেদন ত্রুটিমুক্ত করতে বলা হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে সুপ্রিম কোর্টের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা।
স্কুলের পর এবার কলেজ। অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা। এদিন কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, মেধা তালিকায় নাম নেই এমন প্রার্থীদের কলেজে নিয়োগ করেছে কমিশন। অথচ যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন অনেকে। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ ও তদন্তের দাবিতে কলেজ স্ট্রিট মোড়ে বিক্ষোভে সামিল ২০১৮-র মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর জানিয়েছেন, নিয়োগে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। সবকিছু নিয়ম মেনেই হয়েছে।
গরুপাচার মামলায় সিবিআই দফতরে নথি জমা দিলেন অনুব্রত মন্ডলের আইনজীবী। সূত্রের খবর, গরু পাচার মামলায় বীরভূম তৃণমূল জেলা সভাপতির আয়কর, সম্পত্তি সংক্রান্ত নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়েছিল সিবিআই। সূত্রের খবর, এই সমস্ত নথি খতিয়ে দেখার পর শুক্রবার ফের তলব করা হয়েছে অনুব্রত মন্ডলকে। শারীরিক অসুস্থতার কারণে শুক্রবার সিবিআই অফিসে হাজিরা না ও দিতে পারেন অনুব্রত, জানালেন অনুব্রতর আইনজীবী।