Fuel Price Protest: কলকাতায় পেট্রোলের সেঞ্চুরি, প্রতিবাদে সাইকেলে বিধানসভার পথে বেচারাম
জ্বালানির দামবৃদ্ধির অভিনব প্রতিবাদ। আজ সিঙ্গুর থেকে সাইকেলে বিধানসভা পর্যন্ত মিছিল করছেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা শ্রমমন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। আজ সকাল ৮টা নাগাদ রতনপুরের বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে মিছিলে সামিল হন শ্রমমন্ত্রী। জগাছা থেকে তাঁর সঙ্গে যোগ দেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। ইতিমধ্যে সাইকেল মিছিল নিয়ে তিনি কোনা এক্সপ্রেসওয়েতে পৌঁছেছেন। বেলা সাড়ে ১২টা নাগাদ তাঁর বিধানসভায় পৌঁছনোর কথা। আজই কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে। ডিজেলের দামও বেড়েছে।
শেষপর্যন্ত রেকর্ড গড়ে কলকাতায় সেঞ্চুরি করেই ফেলল পেট্রোল। দেশজোড়া প্রতিবাদের মধ্যে ফের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম বাড়াল পেট্রোল, ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে হল ১০০ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম লিটারে বেড়েছে ২৩ পয়সা। নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দাম এতটা বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়তে পারে বাজারে। পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা। জ্বালানির এই বিপুল বোঝায় মাথায় হাত মধ্যবিত্তের।