Budget Session: বাজেট অধিবেশনে বিধানসভায় রাজ্যপাল, স্বাগত জানালেন মমতা-বিমান
রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন (Budget Session) আজ শুরু। আজ ঠিক ১.৪৮ মিনিটে রাজ্যপালের কনভয় এসে পৌঁছয় বিধানসভা ভবনে। সেখানে পৌঁছে রাজ্যপাল বিধানসভা চত্বরে অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর তাঁকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের হাতে পুস্পস্তবক তুলে দেন তাঁরা। এরপরই রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষ বিধানসভা কক্ষে প্রবেশ করেন। প্রথা অনুসারে রাজ্যপালের ভাষণ দিয়েই আজকের অধিবেশন শুরু হবে। একাধিক ইস্যুতে রাজভবন নবান্ন সংঘাত এখন তুঙ্গে। এই প্রেক্ষিতে প্রথা মাফিক রাজ্যপাল কি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করবেন? নাকি ভাষণের কোনও বিশেষ অংশ বাদ দেবেন? তা নিয়ে তুঙ্গে জল্পনা। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এর আগে একদিনের জন্য অধিবশন বসেছিল। এবার বাজেট অধিবেশনে করোনা বিধি মেনে বিধায়কদের বসার আসনও পুনর্বিন্যাস করা হয়েছে।