Cutmoney Controversy: ‘দল চালাতে টাকা নিতে হয়’, গলসির পঞ্চায়েত প্রধানের 'বিতর্কিত' মন্তব্যের পরই সতর্ক করলেন সুব্রত
অফলাইন টেন্ডার (Offline Tender) থেকে দল টাকা নেয়। দলেরও খরচ আছে, কার্যত এই মন্তব্য করেই বিতর্কে জড়ালেন পূর্ব বর্ধমানের গলসি (Galsi) ২ নম্বর ব্লকের গোহগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রিঙ্কু ঘোষ (Rinku Ghosh)। তাঁর বিরুদ্ধে অফলাইন টেন্ডার প্রক্রিয়া চালু করার চেষ্টার অভিযোগে সরব হয়েছেন উপপ্রধানসহ তৃণমূলের কয়েকজন পঞ্চায়েত সদস্য। তাঁর অভিযোগ, কাটমানি নেওয়ার জন্যই এমনটা করা হয়। যদিও রিঙ্কু ঘোষ বলছেন, এটা কাটমানি নয়। দল চালাতে হলে এরকম নেওয়া হয়, সবাই জানে যে এটা হয়। বিজেপির (BJP) তরফে অভিযোগ, আমরা যে কাটমানি নেওয়ার কথা বলে আসছি তা ফের একবার প্রমাণ হল। কেউ টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে, পদও চলে যেতে পারে, হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তিনি বলেন, "যাঁরা টাকা নেবে, তাঁরা যদি ধরা পড়ে তবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা রয়েছে। এমনকি তাঁদের পদও চলে যেতে হবে। জেলাস্তরে যদি না করা হয় তবে আমিই পদক্ষেপ নেব।"