emergency in india 1975 : 'কালা দিবস' উপলক্ষ্যে বেহালা থানার সামনে প্রতিবাদ কর্মসূচি BJP-র
১৯৭৫ সালের ২৫ জুন দেশে জারি হয়েছিল জরুরি অবস্থা। পরে বিজেপি (BJP) এই দিনটিকে ‘কালা দিবস’ (Kala Divas) হিসাবে পালন করে। আজ এই উপলক্ষ্যে বিভিন্ন থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বিজেপি কর্মী-সমর্থকরা। আজ সকালে বেহালা (Behala) থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার বিজেপির জেলা মণ্ডল সভাপতি শঙ্কর শিকদার সহ বিভিন্ন নেতা-কর্মীরা।
অন্যদিকে, হুগলির উত্তরপাড়ায় ভ্যাকসিন (Covid Vaccine) নিয়ে হাহাকার। বৃহস্পতিবার ভোররাত থেকে লাইন দিয়ে মেলেনি ভ্যাকসিন। জোগান না থাকায় ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানানো হয় পুরসভার পক্ষ থেকে। এরপরই উত্তেজনা ছড়ায় উত্তরপাড়া পুরসভা চত্বরে। পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আজ দেওয়া হবে ভ্যাকসিন। তাই রাত থেকেই পুরসভা চত্বরে লম্বা লাইন সাধারণ মানুষের। অনেকে বসে রাস্তাতেই। সকাল বেলাতেও ভ্যাকসিনের লম্বা লাইন।