Farm Laws: 'পরিস্থিতি বুঝতে ভুল হয়েছে', মেনে নিলেন যোগী আদিত্যনাথ | Bangla News
কৃষক আন্দোলনের কাছে নতিস্বীকার। বিতর্কিত তিন কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার কেন্দ্রের। চলতি মাসে সংসদে আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া শেষ করা হবে, ঘোষণা নরেন্দ্র মোদির (Narendra Modi)। কিছু কৃষককে বোঝাতে পারিনি, ক্ষমা চেয়ে জাতির উদ্দেশে ভাষণে বার্তা প্রধানমন্ত্রীর। ক্ষমা চাইতে বলিনি, কাউকে ক্ষমা করিওনি, পাল্টা সংযুক্ত কিষাণ মোর্চা।
২০২০ সালের সেপ্টেম্বর থেকে আন্দোলন, শতাধিক কৃষকের মৃত্যু। অবশেষে পিছু হঠল কেন্দ্র। আইন প্রত্যাহারের ঘোষণার পরই জয়ের উচ্ছ্বাস। মিষ্টিমুখ কৃষকদের। আগে সংসদে আইনি শিলমোহর পড়ুক। আজ আন্দোলন প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত, জানালেন কৃষকনেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন, দাবি সিপিএমের।
পরিস্থিতি বুঝতে ভুল হয়েছে, মানলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সত্যের জয়, বিবৃতি সনিয়া গাঁধীর। অহংকারের হার, প্রতিক্রিয়া রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধীর। উপনির্বাচনে বিপর্যস্ত হয়ে কমেছে পেট্রোল-ডিজেলের দাম। পাঁচ রাজ্যে ভোটে হারের আশঙ্কায় প্রত্যাহার, কটাক্ষ চিদাম্বরমের। অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে কৃষকদের জয়, ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। মৃত কৃষকদের শ্রদ্ধা জানিয়ে লিখলেন কবিতা। গণতন্ত্রে বিরুদ্ধ মতের ক্ষমতা। সাহসের জন্য কৃষকদের সেলাম। ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সুশাসনে পদক্ষেপ, ট্যুইট জেপি নাড্ডার। বিজেপির নীতিতেই ভুল, পাল্টা অধীর চৌধুরী। নির্বাচনের পর ফের কৃষি বিল আনবে বিজেপি, আশঙ্কা অখিলেশ যাদবের। আগে প্রত্যাহার উচিত ছিল, মত মায়াবতীর।