KMC Election 2021: টিকিট না পেয়ে ক্ষুব্ধ, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা TMC-র ২১ বছরের কাউন্সিলরের। Bangla News
টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের (TMC) ২১ বছরের কাউন্সিলর রতন মালাকার (Ratan Malakar)। নির্দল প্রার্থী হিসেবে জমা দিলেন মনোনয়ন। ২০১৫ থেকে ৯ নম্বর বরোর চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন রতন মালাকার। ২০০০-২০০৫ পর্যন্ত কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ড এবং ২০০৫ থেকে টানা ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবার তাঁকে না করে, ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে। ক্ষুদ্ধ তৃণমূল কোঅর্ডিনেটর জানিয়েছেন, তাঁকে অন্ধকারে রেখেই প্রার্থী বদল। তবে সাধারণ মানুষ পাশে আছেন, তাই নির্দল হিসেবে মনোনয়ন পেশ। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইন্দ্রজিৎ খটিক জানিয়েছেন, ভোটের ময়দানে তৃণমূল নয়, তাঁর প্রতিপক্ষ তৃণমূলের বিক্ষুদ্ধ নেতা।
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? হুড়োহুড়িতে নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/707a11971be28e7a3a8a4f20d159c7a91739701891801535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede:ঘোষণার ভুলের জন্য হুড়োহুড়ি ! নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১৮ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/711029094cf0f99d5820deaf0d48877e1739700652584535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : নিজের বাড়িতে বসেই বারুদের চক্র চালাত হাজি রশিদ মোল্লা ? কার্তুজকাণ্ডে তদন্তে STF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/defd4daf86941af4981ebbe489531b051739699967550535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : ফারুককে অস্ত্রের যোগান দিত কে ? কার্তুজকাণ্ডে ধৃতের রিপোর্টে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/e4836b9e135ed639c111f9afe78b462d1739699176281535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)