Monsoon Session TMC Protest: তৃণমূলই ভারতে প্রকৃত বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করছে: সুদীপ
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চড়ে সংসদে তৃণমূল সাংসদরা। দিল্লিতে জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদ। এদিকে, আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন (Monsoon Session)। চলবে ১৩ অগাস্ট পর্যন্ত। প্রথমদিনেই অভিনব প্রতিবাদ তৃণমূল (TMC) সাংসদদের। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের লাগামছাড়া দামবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে করে সংসদের পথে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। গতকাল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) জানিয়েছিলেন তাঁদের এই প্রতিবাদের কথা। মনে করা হচ্ছে, অধিবেশনের প্রথম দিনই সংসদে ঝড় তুলতে পারেন বিরোধীরা।
আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) বলেন, "আমরা মানুষকে দেখাতে চাই যে মানুষের প্রয়োজনে, মানুষের স্বার্থে যে কোনও ধরনের আন্দোলনে আমরা মানুষের পাশে আছি। লোকসভাতে আমরা প্রথমদিনই প্রমাণ করে দিতে চাইছি যে তৃণমূল কংগ্রেসই ভারতে প্রকৃত বিরোধী দল হিসেবে মানুষের সামনে আত্মপ্রকাশ করছে। পেট্রোপণ্যে ও গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে সারা দেশের মানুষ আলোচনা করছেন। কিন্তু এইভাবে পথে নেমে আমাদের সাংসদদের প্রতিবাদ এককথায় তুলনাহীন।"
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? হুড়োহুড়িতে নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/707a11971be28e7a3a8a4f20d159c7a91739701891801535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede:ঘোষণার ভুলের জন্য হুড়োহুড়ি ! নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১৮ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/711029094cf0f99d5820deaf0d48877e1739700652584535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : নিজের বাড়িতে বসেই বারুদের চক্র চালাত হাজি রশিদ মোল্লা ? কার্তুজকাণ্ডে তদন্তে STF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/defd4daf86941af4981ebbe489531b051739699967550535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : ফারুককে অস্ত্রের যোগান দিত কে ? কার্তুজকাণ্ডে ধৃতের রিপোর্টে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/e4836b9e135ed639c111f9afe78b462d1739699176281535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)