(Source: ECI/ABP News/ABP Majha)
Mukul Roy: পিএসি-র চেয়ারম্যান পদে মুকুল রায়ের মনোনয়ন বাতিলের দাবি বিজেপির তরফে
বিধানসভায় পিএসি-র চেয়ারম্যান পদে মুকুল রায়ের মনোনয়ন বাতিল করার দাবি উঠেছে। বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন বিজেপির পরিষদয়ী দলের সদস্যরা। মুকুল রায় টেকনিক্যালি বিজেপি বিধায়ক, তাঁর নাম বিজেপি প্রস্তাব করেনি। তাহলে কেন তাঁর মনোনয়ন গ্রহণ করা হবে? চিঠিতে প্রশ্ন তুলেছে বিজেপি।
বিধানসভার প্রথা অনুযায়ী পিএসি-র চেয়ারম্যান পদ বিরোধীদের প্রাপ্য। সরকার প্রথা ভাঙলে কী করার আছে? এমনই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
বিধানসভায় পিএসি-র চেয়ারম্য়ান পদে যে কেউ মনোনয়ন দিতে পারেন। মুকুল রায় বিজেপির পার্টি মেম্বার। মুকুলকে বিনয় তামাংদের দলও সমর্থন জানিয়েছে। আমরাও মুকুল রায়কে সমর্থন জানাব। ভোটাভুটি হলে দেখব কে জেতে। পিএসি-র চেয়ারম্যান বিতর্কে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)।
অন্যদিকে, আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে মন্ত্রিসভায় ছাড়পত্র মিলেছে। আগামী ৩০ জুন এই প্রকল্পটি সরকারিভাবে লঞ্চ হবে। আজ ক্যাবিনেটে এটি পাশ হয়েছে। এই টাকায় স্নাতক, স্নাতকোত্তর, পেশা, ডিপ্লোমা কোর্স, ডক্টরাল, পোস্ট ডক্টরাল স্তরের গবেষণার খরচ প্রভৃতি জায়গায় এই কার্ডটি প্রযোজ্য হবে। সরকার হল এই কার্ডের গ্যারেন্টার। যাঁরা পশ্চিমবঙ্গে কমপক্ষে ১০ বছর বাস করছেন তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। চাকরি পাওয়ায় পর ১৫ বছরের মধ্যে এই টাকা ফেরত দিতে হবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পড়ুয়ারা। ৪০ বছর বয়স পর্যন্ত ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে।"