Municipal Election: 'রাজ্য সরকারের পথে চলছে রাজ্য নির্বাচন কমিশন', চিঠিতে কটাক্ষ রাজ্যপালের | Bangla News
পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। কড়া চিঠি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ বৈঠকের পরেই এই চিঠি দিয়েছেন তিনি। 'সাংবিধানিক ক্ষমতা থাকা সত্বেও সরকারের পথেই হাঁটছে কমিশন। পুরভোট নিয়ে রাজ্য সরকারের পথেই চলছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। আমার কাছে এব্যাপারে বিস্তারিত তথ্য আছে', কড়া চিঠি রাজ্যপালের।
এপ্রসঙ্গে সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "পাঁচ বছর অন্তর অন্তর সময়মতো পুরসভার নির্বাচন, তা বহু বকেয়া হয়ে আছে। পুরসভাতে যা চলছে, সব বেআইনি। আইনি পুরসভা একটিও নেই। নির্দিষ্ট সময়ে ভোট হোক।"
পাশাপাশি, বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Basu) বলেন, "নির্বাচন হোক আমরা চাই। সমস্ত পুরসভায় নির্বাচন হোক। এতদিন ধরে পুরসভাগুলিকে নির্বাচন না করে কেন ফেলে রাখা হয়েছে? একদিনে নির্বাচন হোক, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হোক।"