![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
BJP News : 'মহারাষ্ট্রের অনেক আসনে বাঙালিরাই নির্ণায়ক শক্তি', ভোটপ্রচারে গিয়ে বললেন শুভেন্দু
ABP Ananda Live : মুম্বাইয়ের দাদরে শুভেন্দু অধিকারী। 'মুম্বাইকে দেশের অর্থনীতির প্রধান কেন্দ্র হিসেবে সম্মান করি। আপনাদের একটা ভোট অনেক সাহায্য করবে। বিকশিত ভারতের লক্ষ্যে আমরা অনেকটা এগিয়ে যাব। 'মহারাষ্ট্রের অনেক আসনে বাঙালিরাই নির্ণায়ক শক্তি'। আপনাদের প্রতিটি ভোট দেশকে সমৃদ্ধ করবে', মহারাষ্ট্রে ভোটপ্রচারে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী।
কসবায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা, মেয়রের নিশানায় পুলিশ। 'এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও', পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের। 'মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কীভাবে অস্ত্র ঢুকছে?' 'মুঙ্গের থেকে অস্ত্র আসার কথা বলছে, তাহলে ধরার ব্যবস্থা করতে হবে' 'এটা আমার কাজ নয়, পুলিশকে আটকাতে হবে' 'উত্তরপ্রদেশ, বিহার, গুজরাতের কালচার বাংলায় চলবে না' ডিয়ার লটারিকাণ্ডে ED-র ম্যারাথন তল্লাশি! একযোগে কলকাতা-চেন্নাইয়ে তল্লাশি, প্রায় ৯ কোটি বাজেয়াপ্ত! প্রায় ৩দিন ধরে লেক মার্কেটের আবাসনে ED-র তল্লাশির ! শুধু কলকাতা থেকেই প্রায় সাড়ে ৩ কোটির হদিশ! কলকাতা-চেন্নাইয়ের ২০ জায়গায় তল্লাশি, প্রায় ৯ কোটি বাজেয়াপ্ত! লেক মার্কেট-সহ কলকাতার ৩ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান।
![BJP News : 'মহারাষ্ট্রের অনেক আসনে বাঙালিরাই নির্ণায়ক শক্তি', ভোটপ্রচারে গিয়ে বললেন শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/17/9dd2e2666d640e19f0b27186cc7da53c1731833257295535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)