Nandigram: 'লক্ষ্মণ শেঠকে হারিয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারিয়েছি', নন্দীগ্রামে মিছিলে শুভেন্দু| Bangla News
২০০৭ এর ১০ নভেম্বর নন্দীগ্রামে গুলি চালানোর প্রতিবাদে আজ আলাদা আলাদা সভার আয়োজন করেছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এবং বিজেপি। অর্থাৎ তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) আলাদা আলাদা সভা। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল হয়।
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "লালকৃষ্ণ আডবাণী না এলে কেউ নন্দীগ্রামে ঢুকতেও পারত না। নন্দীগ্রাম নিয়ে ৬২ দিন বিজেপি সাংসদরা লোকসভা অচল করে দিয়েছিল। শিকড় গভীরের চলে গিয়েছে, উপড়ানো মুশকিল। আমি লক্ষ্মণ শেঠকে হারিয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) হারিয়েছি। সবাইকে এককাট্টা হতে হবে, আমাদের লড়াই হবে। এখানে অনেক ফসল কেস রয়েছে। সেই সব কেস সম্বন্ধে তথ্য জোগাড় করেছি।"


















