(Source: ECI/ABP News/ABP Majha)
Newtown Encounter: 'গ্যাংস্টাররা তো BJP শাসিত মধ্যপ্রদেশ থেকেই এসেছিল', বাংলায় দুষ্কৃতীদের আস্তানা প্রসঙ্গে দিলীপের কটাক্ষের পাল্টা সৌগত
নিউটাউনের (Newtown) শ্যুটআউটের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি তুলেছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ চা চক্রে বেরিয়ে তিনি বলেন, "সরকারের একটা নাটক আছে যে সঙ্গে সঙ্গে সিআইডিকে (CID) তদন্তে লাগিয়ে দেয়। যাতে কিছু জিনিস চাপা দেওয়া যায়। এধরনের দুষ্কৃতী, যাদের সঙ্গে পাকিস্তানের যোগ আছে তা কোনও ছোটোখাটো ব্যাপার নয়। তাই কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত হওয়া উচিত। বাংলাতেই কেন ঘাঁটি গাড়ে গ্যাংস্টাররা?" এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, "দিলীপবাবু নির্বোধের মতো কথা বলছেন। কে গ্যাংস্টার, কোথায় ঘাঁটি করবে - সেটা তো তাদের ব্যপার। ওরা তো মধ্যপ্রদেশ থেকে এসেছিল, মধ্যপ্রদেশ তো বিজেপিশাসিত। এসটিএফ যে অসাধারণ কাজ করল, তাতে তো এসটিএফকে অভিনন্দন জানানো উচিত ছিল, তা করেননি। দিলীপ ঘোষের মতো হেরে যাওয়া নেতারা যতদিন আছে, ততদিন ওরা সুবিধা পাবে।"