NHRC on Post-Poll Violence: 'রাজনীতি দ্বারা প্রভাবিত জাতীয় মানবাধিকার কমিশন', রাজ্যকে ভৎর্সনা প্রসঙ্গে প্রদীপ ভট্টাচার্য
ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) চূড়ান্ত রিপোর্ট পেশ। গতকাল হাইকোর্টে (Calcutta High Court) ৫০ পাতার রিপোর্ট পেশ করে জাতীয় মানবাধিকার কমিশন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অংশ উদ্ধৃত করে রাজ্যকে ছত্রে ছত্রে আক্রমণ করে কমিশন। আর এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) বলেন, “পশ্চিমবঙ্গে যে হিংসাত্মক পরিবেশ তৈরি করা হয়েছিল, সেই পরিবেশ একেবারেই বাঞ্ছনীয় নয়। এই হিংসাত্মক পরিবেশ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে, তার ভিত্তিতে আমার মনে হচ্ছে কমিশন, যারা সত্যি সত্যিই নিগৃহীত মানুষ তাঁদের জীবনের মর্ম বেদনা তুলে ধরার পরিবর্তে যেন রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি উল্লেখ করে তারা কী বোঝাতে চেয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর কী বলতে চেয়েছেন, কী করেছেন সেই ব্যাপারে কতটা জানে তারা? আমার যথেষ্ট সন্দেহ আছে।"