PM Modi Dunlop Meeting LIVE: মা-মাটি-মানুষের সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে, চুঁচুড়ায় কটাক্ষ মোদির
মঙ্গলবার চুঁচুড়ার ডানলপ মাঠে জনসভার যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, ‘এত বছর ধরে বাংলার ঐতিহাসিক স্থানগুলির কোনও উন্নতি হয়নি।
বন্দেমাতরম ভবনে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেশভক্তি বদলে ভোটব্যাঙ্ক, উন্ময়নের বদলে তোষণের রাজনীতি। মা দুর্গার বিসর্জন পর্যন্ত বন্ধ করে দিয়েছে বাংলার সরকার। ভোটব্যাঙ্কের জন্য তোষণের রাজনীতি। এই সরকারকে মানুষ ক্ষমা করবে না। বিজেপি সরকার এসে বাংলার সংস্কৃতির জয়গান শুরু হবে। সোনার বাংলা গড়ে তুলবে বিজেপি সরকার। বাংলার ইতিহাস, সংস্কৃতি মজবুত হবে। সেই বাংলা গড়ে তুলতে হবে যেখানে শুধু উন্নয়ন হবে। তোষণের রাজনীতি হবে না, তোলাবাজি হবে না। বাংলা অন্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে ছিল। কিন্তু বাংলার সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। মা-মাটি-মানুষের সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। ’
![Cyber Scam : 'সাইবার প্রতারণায় ধৃত ৩ জামতাড়া গ্যাংয়ের সদস্য !', চাঞ্চল্যকর রিপোর্ট পেশ ADG-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/6af300b813e24203917678f0f38bf5951739457788388535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)