এক্সপ্লোর
Advertisement
Parliament Monsoon Session 2021: 'সাংসদরা কি চান না, মন্ত্রিসভায় একজন দলিত প্রতিনিধি থাকুক?', বিরোধী-কটাক্ষে বিরক্ত মোদি
বাদল অধিবেশনের (Parliament Monsoon Session 2021) প্রথম দিনই উত্তাল সংসদ। বিরোধীদের হই-হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি হল উভয় কক্ষই। কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন মুখদের পরিচয় রাজ্যসভায় করিয়ে দিচ্ছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। সেই সময় বিরোধীরা তুমুল চিৎকার শুরু করে। এতে মোদি বলেন, 'দেখে মনে হচ্ছে কয়েকজন সাংসদ চাইছেন না, মন্ত্রিসভায় একজন মহিলা বা একজন দলিত প্রতিনিধি থাকুন। তাই এই পরিচিতি পর্বে বাধা সৃষ্টি করা হচ্ছে। কৃষকের সন্তান মন্ত্রিসভায় জায়গা পেয়েছে। আজ সংসদে সেই মন্ত্রীর পরিচয় করানো হচ্ছে। আর তখন কিছু মানুষ তার বিরোধিতা করছেন। মহিলা মন্ত্রী, তফশিলি জাতি, উপজাতি ও আদিবাসী সম্প্রদায় থেকে মন্ত্রীদের কিছু মানুষ বিরোধিতা করছেন।' বিরোধীদের এভাবেই কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
এর আগে, একইভাবে, লোকসভাতেও, যখন মোদি তাঁর মন্ত্রিসভার নতুন মুখদের পরিচিতি করাচ্ছিলেন, তখন বিরোধীরা প্রবল হই-হট্টগোল শুরু করেন। প্রসঙ্গত, নতুন কেউ মন্ত্রিসভার সদস্য হলে, প্রথামাফিক উভয় কক্ষে তাঁর পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী।
রাজনীতি
BSF-BGB মুখোমুখি সংঘাতের পর থমথমে মালদার সীমান্ত,কড়া নজরদারিতে হল কাঁটাতার দেওয়ার কাজ
সীমান্তে বাংলাদেশের উস্কানি, মালদার বৈষ্ণবনগরে সীমান্তে ২০ লক্ষ টাকার জাল নোটের হদিশ!
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত সাব ইনস্পেক্টর!
সংঘাতের পর BSF-এর নজরদারিতে ভারত-বাংলাদেশের খোলা সীমান্তে হল কাঁটাতারের বেড়া লাগানোর কাজ
সীমান্তে বাংলাদেশের উস্কানি, সুযোগ বুঝে সক্রিয় জাল নোটের কারবার!
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement