Bangladesh: BSF-BGB মুখোমুখি সংঘাতের পর থমথমে মালদার সীমান্ত,কড়া নজরদারিতে হল কাঁটাতার দেওয়ার কাজ
ABP Ananda LIVE: BSF-BGB সংঘাতের পর আজ থমথমে মালদার বৈষ্ণবনগরের শুকদেবপুর গ্রাম। BSF-এর নজরদারিতে ভারত-বাংলাদেশের খোলা সীমান্তে হল কাঁটাতারের বেড়া লাগানোর কাজ। সীমান্তের এ পারে মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকা। ওপারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা। প্রায় এক কিলোমিটার অসুরক্ষিত সীমান্তে গতকাল BSF-কে কাঁটাতার দিতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ, BGB. সীমান্তের দু’পারে স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। শেষপর্যন্ত চাপের মুখে পিছু হঠতে বাধ্য হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বৈষ্ণবনগরের সুখদেবপুরে ফের কাঁটাতার লাগানোর কাজ শুরু করে বর্ডার রোড অর্গানাইজেশন। স্থানীয় বাসিন্দারা BSF-কে সহযোগিতা করেছেন।
পুরসভার চাকরি বিক্রির ধাঁচে জালিয়াতিতেও রেট চার্ট, ' ৩ হাজার ফেললেই..' !
এদিকে পুরসভার চাকরি বিক্রির ধাঁচে জালিয়াতিতেও রেট চার্ট! পুলিশ সূত্রে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। 'ভুয়ো আধার কার্ডের জন্য দিতে ১৫ হাজার। ৩ হাজার ফেললেই ভুয়ো প্যান কার্ড। জাল বার্থ সার্টিফিকেটে রেট ১২ হাজার টাকা। টাকা ফেললেই হাতেনাতে তৈরি জাল পরিচয়পত্র। জাল পরিচয়পত্র দিয়েই তৈরি হত 'আসল' পাসপোর্ট।জাল পাসপোর্টের জাল ছড়িয়ে বারাসাতেও! 'মুহুরি পরিচয়ে বাংলাদেশিদের জন্য ভুয়ো পরিচয়পত্র'। মুহুরি পরিচয়ে বাংলাদেশিদের জন্য ভুয়ো পরিচয়পত্র। কোর্টের মুহুরি বলে পরিচয় দেওয়া সমীর দাস গ্রেফতার। অভিযুক্ত সমীর আদালতের কেউ নন, দাবি ল-ক্লার্ক সংগঠনের।