Shantanu Sen: 'অভিষেকের ডায়মন্ড হারবার মডেল,BJP সাংসদের রোল মডেল হওয়া উচিত',মালব্য়কে পাল্টা শান্তনু। Bangla News
ক্রমাগত প্রধানমন্ত্রীকে চিঠি না লিখে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বরং ডায়মন্ড হারবারে যে সমান্তরাল সরকার চলছে সেদিকে নজর দিন। রাজ্যের স্বাস্থ্য দফতর অভিষেকের (Abhishek Banerjee) দাবিকে আমল দেয়নি। এখন কি তাই প্রতিদিন তাঁর লোকসভা কেন্দ্রের কোভিড সংক্রান্ত তথ্য সংবাদ মাধ্যমে জানানো হচ্ছে, যাতে রাজ্যের অন্যত্র সংক্রমণ রোধের ব্যবস্থা কতটা দুর্বল বোঝানো যায় ? ’ ট্যুইট করে কটাক্ষ অমিত মালব্যর (Amit Malviya)।
তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) এপ্রসঙ্গে বলেন, 'বাংলার মানুষের কাছে বিজেপি যখন জোরালো থাপ্পড় খান, তখন তিনি লেজ গুটিয়ে পালিয়ে যান। আবার বাংলার রাজনৈতিক আঙিনায় তিনি উঁকি ঝুঁকি মারতে চাইছেন। বাংলায় কোভিডের গ্রাফ নিম্নমুখী, সেটা ওদের গাত্রদাহের কারণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল, ৩০৩ বিজেপি সাংসদের প্রত্যেকের রোল মডেল হওয়া উচিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কোভিড মোকাবিলা করছেন, তা অনুসরণ করা উচিত নরেন্দ্র মোদির।'