SSC Scam: জেরার তৃতীয় দিনে মোবাইল ফোনের কললিস্ট নিয়ে প্রশ্ন CBI এর ।Bangla News
SSC নিয়োগ-দুর্নীতি মামলায় আজ তৃতীয় দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। গতকাল জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরেই মন্ত্রীকে ফের হাজিরার নোটিস দেওয়া হয়। সূত্রের খবর, মোবাইল ফোনের কললিস্ট সামনে রেখে গতকাল মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের তদন্তকারীরা। জানতে চাওয়া হয়, তৃণমূলে যোগদানের সময় কাদের সঙ্গে, কী নিয়ে কথা হয়েছে। মেয়ের চাকরিতে নিয়োগের সময় কাদের সঙ্গে, কী কথা হয়েছিল, তাও জানতে চান সিবিআই আধিকারিকরা। গতকাল পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ- পর্ব পুরোটাই ভিডিওগ্রাফি করা হয়।
গতকাল শিক্ষা প্রতিমন্ত্রীকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, SSC-র নিয়োগ দুর্নীতির নেপথ্যে কোন প্রভাবশালীর হাত রয়েছে, সেটা খুঁজে বের করতে চান গোয়েন্দারা।
![RG Kar News : রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4027ad91cf0180c818b5849f01ef35741739785792871535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)