(Source: Poll of Polls)
BJP on Vaccine Scam: কসবাকাণ্ডে কেন্দ্রীয় সংস্থার তদন্ত দাবি শুভেন্দুর, চিঠি স্বাস্থ্যমন্ত্রীকে
কসবার ভ্যাকসিন-প্রতারণাকাণ্ডে (Kasba Vaccine Scam) কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, অভিযুক্ত দেবাঞ্জন দেব কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয়ে একাধিক জায়গায় ভুয়ো ক্যাম্প করেছেন। শুভেন্দু অধিকারীর প্রশ্ন, কোভিশিল্ডের নামে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া জরুরি। প্রশ্ন উঠছে, এত বড় ঘটনা কীভাবে সকলের নজর এড়িয়ে গেল? ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কারও মৃত্যু হলে তা কেন্দ্রের ঐতিহাসিক গণটিকাকরণ অভিযানের পক্ষে খারাপ দৃষ্টান্ত হবে বলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে দাবি করেন শুভেন্দু অধিকারী। এছাড়াও, অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসকদলের নেতা-নেত্রীদের ছবির কথা উল্লেখ করে, প্রভাবশালী মহলে তার যাতায়াত ছিল বলে চিঠিতে দাবি করা হয়েছে। রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে কলকাতা পুলিশের তদন্ত পরিচালিত হতে পারে বলে ইঙ্গিত দিয়ে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।