TMC vs BJP: ফের বিতর্কে তৃণমূল বিধায়ক নির্মল মাজি, ভিডিও ট্যুইট করে নিশানা অমিত মালব্য়র| Bangla News
চুরিতে অভিযুক্তকে নিয়েই সেলিব্রেশন। উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্য়ান নির্মল মাজির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হল বিজেপি। শনিবার বিজেপির আইটি সেলের প্রধান ও এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সহ পর্যবেক্ষক অমিত মালব্য একটি ভিডিও ট্যুইট করেন। তাতে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়কের তত্ত্বাবধানে কয়েকজনকে মিষ্টিমুখ করানো হচ্ছে। সেখানে তাঁর পিছনে টি-শার্ট ও মুখে মাস্ক পরা এক যুবককে দেখা যাচ্ছে। সেই যুবককে লাল সার্কেলে চিহ্নিতও করা রয়েছে। এই ভিডিও পোস্ট করে বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছেন, টসিলিজুমাবকাণ্ডে নাম জড়ানো তৃণমূল বিধায়ক নির্মল মাজিকে দেখা যাচ্ছে, কলকাতা মেডিক্যাল কলেজের MSVP অফিসের সামনে সেলিব্রেট করছেন। একজন দুষ্কৃতী, যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর গয়না চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। যদিও অমিত মালব্যর ট্যুইট করা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।