West Bengal PAC: 'গণতন্ত্রের প্রতি বিশ্বাস না রেখেই চলছে রাজ্যের শাসকদল', পিএসি প্রসঙ্গে কটাক্ষ সুজনের
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান হলেন মুকুল রায় (Mukul Roy)। মুকুল রায়ের নাম ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ। আজ বাজেট অধিবেশনের শেষ দিনে বিধানসভায় এই ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এই প্রসঙ্গে সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তী (Chakraborty) বলেন, ‘পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে এই ধরণের অভিজ্ঞতা আমাদের হচ্ছে। গণতন্ত্রের প্রতি বিশ্বাস না থাকলে যেভাবে চলে, আমাদের রাজ্যের শাসকদল সেইভাবেই চলছে। গতবারও পিএসি চেয়ারম্যান বিরোধীদের কথা অনুযায়ী নির্বাচিত হননি। বিরোধীদের মনোনীত নাম খারিজ করার জন্য শাসকদল স্পীকারকে দিয়ে মানস ভুঁইয়ার নাম ঘোষণা করেছিলেন। তিনি অঘোষিতভাবে তৃণমূল ছিলেন, ঘোষিতভাবে কংগ্রেস ছিলেন। এইভাবেই চেয়ারম্যান নির্বাচন করা হচ্ছে রাজ্যে।’
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? হুড়োহুড়িতে নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/707a11971be28e7a3a8a4f20d159c7a91739701891801535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede:ঘোষণার ভুলের জন্য হুড়োহুড়ি ! নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১৮ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/711029094cf0f99d5820deaf0d48877e1739700652584535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : নিজের বাড়িতে বসেই বারুদের চক্র চালাত হাজি রশিদ মোল্লা ? কার্তুজকাণ্ডে তদন্তে STF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/defd4daf86941af4981ebbe489531b051739699967550535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : ফারুককে অস্ত্রের যোগান দিত কে ? কার্তুজকাণ্ডে ধৃতের রিপোর্টে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/e4836b9e135ed639c111f9afe78b462d1739699176281535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)