Coal Scam: কয়লা পাচার মামলাতেও বিনয় মিশ্রের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির প্রক্রিয়া শুরু
ABP Ananda LIVE: কয়লা পাচার মামলাতেও বিনয় মিশ্রের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির প্রক্রিয়া শুরু। ব্রিটেন ও নর্দার্ন অ্যায়ারল্যান্ড থেকে প্রত্যপর্ণের আর্জি, জানাল সিবিআই। কোথায় লুকিয়ে বিনয়?
'একে যাঁরা মাথায় তুলেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে', কটাক্ষ জুঁই বিশ্বাসের
রাজন্যার মন্তব্য বিতর্কের মধ্যেই এবার তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের পোস্ট।ফেসবুক পোস্টে প্রাক্তন টিএমসিপি নেত্রীর নাম না করে মন্তব্য জুঁই বিশ্বাসের 'যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে'।'একে যাঁরা মাথায় তুলেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে'।'না নেত্রী হওয়ার যোগ্যতা আছে, না অভিনেত্রী'।দু'দিন এসেই নেত্রী?, কটাক্ষ জুঁই বিশ্বাসের।রাজন্যার মন্তব্য বিতর্কের মধ্যেই এবার প্রাক্তন টিএমসিপি নেত্রীর নাম না করেই ফেসবুক পোস্ট তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের। তিনি লিখেছেন, 'যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে। একে যাঁরা মাথায় তুলেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে। না নেত্রী হওয়ার যোগ্যতা আছে, না অভিনেত্রী'দু'দিন এসেই নেত্রী?, কটাক্ষ জুঁই বিশ্বাসের। তিনি আরও লিখেছেন, কোভিড বা কোনও natural calamity তে এদের মুখ কেউ দেখতে পায় না।শুধু personal agenda নিয়ে রাজনীতি করতে আসা।'
















