Republic Day 2025: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মার্চপাস্ট সেনার, আকাশে বায়ুসেনার কেরামতি
ABP Ananda Live: ২০২৫ সালে এসে বিশ্বের মধ্যে পাওয়ার ইনডেক্স বা শক্তি সূচকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে আছে ভারত। দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে কড়া নিরাপত্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করলেন। কর্তব্যপথে কুচকাওয়াজ শুরু । ২১ বার তোপধ্বনির মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন । আকাশপথে পুষ্পবৃষ্টি করবে বায়ুসেনার MI-17 কপ্টার। এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম হল ‘স্বর্ণিম ভারত, ঐতিহ্য ও উন্নয়ন’। কর্তব্যপথে প্রদর্শিত হবে ৩১টি ট্যাবলো। এবারের প্রজাতন্ত্র দিবসে সামরিক শক্তি প্রদর্শন ‘ব্রহ্মোস‘, ‘পিনাক‘ মিসাইলের। DRDO-র তৈরি ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এই প্রথমবার কুচকাওয়াজে প্রদর্শিত হল। আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ১০ হাজার।


















