Shamik Bhattacharya: ISF-এর এতো শক্তি থাকলে তাদের বিধায়কের গাড়ি ভাঙচুর হত থানার সামনে: শমীক
ABP Ananda LIVE: ISF-এর এতো শক্তি থাকলে তাদের বিধায়কের গাড়ি ভাঙচুর হত থানার সামনে, ভাঙড়ে তৃণমূল নেতা খুনে এমনই প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। ভাঙড়ে তৃণমূল নেতা খুন, এখনও অধরা আততায়ীরা । থানার কাছেই গুলি করে, কুপিয়ে সওকত-ঘনিষ্ঠকে খুন । কাদের হাতে, কেন তৃণমূল নেতা খুন? এখনও রহস্য । ISF-এর বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের । গোষ্ঠীদ্বন্দ্বেই তৃণমূলের অঞ্চল সভাপতি খুন, পাল্টা ISF।
এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন-বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
পরীক্ষা শেষ হওয়ার আগেই পরীক্ষা বাতিল! এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন-বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় । ইতিহাসের প্রশ্নে বিপ্লবীকে 'সন্ত্রাসবাদী', রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নেও বিতর্ক! ষষ্ঠ সিমেস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা শেষের আগেই পরীক্ষা বাতিল । সিলেবাসের বাইরে প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল, জানাল বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হওয়ার আগেই বাতিল, পরীক্ষার্থীদের চরম হয়রানি




















