এক্সপ্লোর
Advertisement
West Bengal Elections 2021: ভাঙড়ে সভার আগে ছেঁড়া হল কংগ্রেসের হোর্ডিং, ব্যানার, সরব অধীর চৌধুরী
ভাঙড়ে অধীর চৌধুরীর সভার আগে ছেঁড়া হল কংগ্রেসের হোর্ডিং, ব্যানার। তৃণমূলের বিরুদ্ধে সভা বানচালের চেষ্টার অভিযোগ করেছে কংগ্রেস। দলকে বদনাম করতে ভিত্তিহীন অভিযোগ। দাবি করেছে তৃণমূল।
গত বছরের ১০ই ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে সভা করতে যাওয়ার পথে এভাবেই হামলার মুখে পড়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। যা নিয়ে রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি।
এর একমাসের ব্যবধানে এবার সেই দক্ষিণ ২৪ পরগনাতেই কংগ্রেসের হোর্ডিং-ব্যানার-পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠল। ভাঙড়ের কাঁঠালিয়ায় শনিবার অধীর চৌধুরীর সভা ছিল। তার আগে সভাস্থল ও তার আশেপাশে এলাকায় কংগ্রেসের হোর্ডিং, ব্যানার ছিড়ে ফেলা হয়। এক্ষেত্রেও অভিযোগের তির সেই তৃণমূলের দিকেই। এ নিয়ে সভা থেকে সরব হন অধীর চৌধুরীও। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
গত বছরের ১০ই ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে সভা করতে যাওয়ার পথে এভাবেই হামলার মুখে পড়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। যা নিয়ে রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি।
এর একমাসের ব্যবধানে এবার সেই দক্ষিণ ২৪ পরগনাতেই কংগ্রেসের হোর্ডিং-ব্যানার-পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠল। ভাঙড়ের কাঁঠালিয়ায় শনিবার অধীর চৌধুরীর সভা ছিল। তার আগে সভাস্থল ও তার আশেপাশে এলাকায় কংগ্রেসের হোর্ডিং, ব্যানার ছিড়ে ফেলা হয়। এক্ষেত্রেও অভিযোগের তির সেই তৃণমূলের দিকেই। এ নিয়ে সভা থেকে সরব হন অধীর চৌধুরীও। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Tags :
Adhir Ranjan Chowdhury Bhangar West Bengal Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP WB Polls With ABP Ananda Congress WB Elections With ABP Ananda West Bengal Assembly Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections WB Polls WB Election Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shahআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement