মুসলিম ভোট কেটে পরোক্ষে বিজেপিরই সুবিধে করে দেয় মিম, এটা সত্যি? কী বললেন মিম প্রতিনিধি
শুধু বাংলা নয়, সর্বভারতীয় ক্ষেত্রে বারবার এই অভিযোগ উঠেছে যে, মিম আদতে বিজেপির প্লান্টেড। মুসলমান ভোট কেটে বিরোধীদের বেকায়দায় ফেলে মিম। এতে আদতে লাভ হয় বিজেপির। ২০১৪য় মহারাষ্ট্রের ভোট থেকে ঝাড়খণ্ড-বিহার, একই সমীকরণ দেখা গিয়েছে বহুবার। মুসলিম ভোট কেটে পরোক্ষে বিজেপিরই সুবিধে করে দেয় মিম, এই কথাটি বারবার প্রচারিত হয়েছে রাজনীতির অন্দরমহলে। এই অভিযোগ নিয়ে কী বললেন বাংলার মিম সদস্য নিজামুদ্দিন কাশমি।
বাংলা ঘেঁষা বিহারের চারটি বিধানসভা আসনে জয়ের পর, এবার পশ্চিমবঙ্গে ঝাঁপাচ্ছে আসাদউদ্দিন ওয়েসির দল মিম। পর্যবেক্ষকদের মতে, মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে বারবার ভোট কেটে বিজেপির সুবিধা করে দিয়েছে মিম। পশ্চিমবঙ্গে কী হবে? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

















