Amartya Sen Land Controversy: ' অসহিষ্ণুতার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনি আমাকে নিজের বোন এবং বন্ধু হিসেবে ধরবেন' নোবেলজয়ীকে মুখ্য়মন্ত্রীর চিঠি
বিশ্বভারতীতে জমি বিতর্কে ব্যথিত অর্মত্য সেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। নোবেলজয়ী অর্থনীতিবিদকে চিঠি দিয়ে সহমর্মিতার কথা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও তুঙ্গে তৃণমূল ও বিজেপির চাপানউতোর। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, 'আপনারা কি বিশ্বাস করেন, অমর্ত্য সেনের এমন কোনও দিনও আসবে, যে তাঁকে শান্তিনিকেতনে জমি দখল করতে হবে! অমর্ত্য সেন আদর্শগত ভাবে বিজেপির বিরুদ্ধে বলে তাঁর বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে যাবে, এটা বাংলার মানুষ সহ্য করবে না। আমি বাংলার হয়ে ক্ষমা চাইছি। ক্ষমা করবেন অমর্ত্যদা, আপনাদের মতো মানুষকেও এরা সম্মান দিতে জানেন না। আমি দুঃখিত'
শুক্রবার নোবেলজয়ী অর্থনীতিবিদকে একটি চিঠিও পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন,
'কিছু অনুপ্রবেশকারী আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছে। আমি এতে ব্যথিত। দেশের সংখ্যাগরিষ্ঠদের গোঁড়ামির বিরুদ্ধে লড়াইয়ে আমি আপনার পাশে আছি। অসহিষ্ণুতার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনি আমাকে নিজের বোন এবং বন্ধু হিসেবে ধরবেন।'