এক্সপ্লোর
বীরভূমের পাড়ুই ও নানুরে উদ্ধার তাজা বোমা, তদন্তে পুলিশ
ফের বীরভূমের পাড়ুই ও নানুরে উদ্ধার তাজা বোমা। বেশ কিছুদিন ধরেই পাড়ুই এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। গতকাল রাতে শালন গ্রামের কাছে পুকুর পাড় থেকে উদ্ধার হয় প্রায় ৪০টি তাজা বোমা। এলাকায় অশান্তি সৃষ্টির জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখছে পাড়ুই থানার পুলিশ। পাশাপাশি, নানুরের সরডাঙায় একটি মুরগির খামারে পিছনে মাটির নীচ থেকে উদ্ধার হয় কন্টেনার বোঝাই প্রায় ৩০টি তাজা বোমা। সম্প্রতি ওই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে বোমাবাজি হয়। তারপর বোমা উদ্ধারের ঘটনায় ফের নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
আরও দেখুন

















