এক্সপ্লোর
Advertisement
West Bengal Elections 2021: আমাদের টেনশন দিলে পেনশন বন্ধ হয়ে যাবে, সাঁইথিয়ায় পুলিশকে হুমকি রাজুর
‘আমাদের টেনশন দিলে পেনশন বন্ধ হয়ে যাবে। যাঁরা টেনশন দিয়েছেন সাসপেনশনের জন্য অপেক্ষা করুন। কেউ আপনাদের বাঁচাতে পারবে না।’ সাঁইথিয়ায় দলীয় কর্মসূচিতে মন্তব্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের।
অন্যদিকে, পুরুলিয়ার ঝালদা থানার মেসোগ্রামে দুটি পরিবারের জমি নিয়ে বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। মঙ্গলবার হামলার ভিডিও ভাইরাল। পুলিশ সূত্রে খবর, এসআইয়ের নেতৃত্বে কয়েকজন পুলিশকর্মী ওই গ্রামে গিয়েছিলেন। সেখানে পৌঁছোনোর পরই তাঁরা গ্রামবাসীদের একাংশের রোষের মুখে পড়েন। মারধর করা হয় এসআই-কে। পরে পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনায় রাঁচির কলেজের একজন অধ্যাপক-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জমি বিবাদে ১৪৪ ধারা জারি ছিল, পুলিশ গেলে হামলা চালানো হয়, জানিয়েছেন এসপি।
অন্যদিকে, পুরুলিয়ার ঝালদা থানার মেসোগ্রামে দুটি পরিবারের জমি নিয়ে বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। মঙ্গলবার হামলার ভিডিও ভাইরাল। পুলিশ সূত্রে খবর, এসআইয়ের নেতৃত্বে কয়েকজন পুলিশকর্মী ওই গ্রামে গিয়েছিলেন। সেখানে পৌঁছোনোর পরই তাঁরা গ্রামবাসীদের একাংশের রোষের মুখে পড়েন। মারধর করা হয় এসআই-কে। পরে পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনায় রাঁচির কলেজের একজন অধ্যাপক-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জমি বিবাদে ১৪৪ ধারা জারি ছিল, পুলিশ গেলে হামলা চালানো হয়, জানিয়েছেন এসপি।
Tags :
Raju Banerjee Police West Bengal Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP WB Polls With ABP Ananda Congress WB Elections With ABP Ananda West Bengal Assembly Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections WB Polls WB Election Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shahআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
জেলার
Advertisement