করোনা আক্রান্ত তৃণমূল নেতা ঘুরে বেড়ানোয় প্রতিবাদ! বিজেপি কর্মীকে 'পিটিয়ে খুন' পূর্ব মেদিনীপুরে
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গাজিপুর গ্রামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ। গতকাল বিকেলে ঘটনাটি ঘটে। বিজেপির অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী টিঙ্কু পাল করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও এলাকায় নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছেন। তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন গোকুলচন্দ্র জানা নামে বছর বাষট্টির এক বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, এরপরই ওই গোকুলকে মারধর করেন টিঙ্কু ও তাঁর সঙ্গীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, পাল্টা দাবি তৃণমূলের। পশ্চিম বর্ধমানের অণ্ডালে শ্যুটআউট। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ধরমবীর নুলিয়া নামে এক তৃণমূল কর্মীর। গতকাল রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের অণ্ডালে শ্যুটআউট। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ধরমবীর নুলিয়া নামে এক তৃণমূল কর্মীর। গতকাল রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। অণ্ডালের কাজোরা এলাকায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন ধরমবীর। তাঁর সঙ্গে ছিলেন আরও দুজন। তিনজনই স্থানীয় তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে।