এক্সপ্লোর
BJP West Bengal: তদন্ত শুরুর আগেই পুলিশের ট্যুইট, বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত, গতকালের ঘটনা প্রসঙ্গে দাবি শমীক ভট্টাচার্যের
‘তদন্ত শুরুর আগেই পুলিশের ট্যুইট। বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত। গতকাল সকাল থেকে অত্যাচার করেছে পুলিশ। সকাল থেকে শিলিগুড়ি শহর অবরুদ্ধ করে রেখেছিল। মৃত কর্মীর ময়নাতদন্ত তড়িঘড়ি শেষ করা হয়েছে। তদন্ত শুরু আগেই সিদ্ধান্ত জানিয়েছে পুলিশ। পুলিশের সঙ্গে ছিল তৃণমূলের গুন্ডারা। তারাই বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ৪১ জন কর্মী খুন হয়। ৩৮ জন কর্মীর পরিবারের অভিযোগ শাসক দলের বিরুদ্ধেই। বাংলায় কারা সন্ত্রাস করছে মানুষ জানে। পুলিশ কোথাও বলেনি তাদের দিকে গুলি চালানো হয়েছে। পুলিশের তরফেই লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে। গণতন্ত্র যেখানে সবথেকে বেশি কার্যকর, সেই রাজ্য হল গুজরাট। গুলি করা হয়েছে সামনে থেকে। সামনে ছিল পুলিশ বাহিনী। বিজেপি গুলি চালালে পুলিশের শরীরে লাগল না কেন? আজ বনধেও উত্তরবঙ্গে পুলিশ হামলা চালিয়েছে।’ সাংবাদিক বৈঠকে বললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
তিনি আরও বলেন, ‘কবে পুরভোট রাজ্যের কাছে জানতে চেয়েছে আদালত। কলকাতা সহ সব পুরসভায় প্রশাসক নিয়োগ ঠিক হয়নি। আমাদের অভিযোগই প্রমাণিত হল সুপ্রিম কোর্টে। কাল বাংলায় আসছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।’
বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের বাড়িতে যান বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু যান, কথা বলেন পরিবারের সঙ্গে। তিনি জানান, 'পুরো পরিবারের দায়িত্ব নেওয়া হল দলের তরফে।‘ ফের পোস্টমর্টেমের দাবি জানান বিজেপি নেতৃত্ব। পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানানো হয় রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে।
তিনি আরও বলেন, ‘কবে পুরভোট রাজ্যের কাছে জানতে চেয়েছে আদালত। কলকাতা সহ সব পুরসভায় প্রশাসক নিয়োগ ঠিক হয়নি। আমাদের অভিযোগই প্রমাণিত হল সুপ্রিম কোর্টে। কাল বাংলায় আসছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।’
বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের বাড়িতে যান বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু যান, কথা বলেন পরিবারের সঙ্গে। তিনি জানান, 'পুরো পরিবারের দায়িত্ব নেওয়া হল দলের তরফে।‘ ফের পোস্টমর্টেমের দাবি জানান বিজেপি নেতৃত্ব। পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানানো হয় রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে।
Tags :
WB Polls 2021 With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda Congress WB Polls WB Election West Bengal Assembly Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections Mamata Banerjee Bengal Election 2021 Bengal Electionsআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement