এক্সপ্লোর
Advertisement
Diego Maradona Death: ফুটবলের রাজপুত্রকে দেখিয়েছিলেন জাগলিংয়ের জাদু, মন খারাপ বালির সেই উত্তম দাসের
তারার দেশে পাড়ি দিয়েছেন Diego Maradona। খবরটা সোনার পর মন খারাপ Howrah-র বালির বাসিন্দা পেশায় Juggler উত্তম দাসের। খোদ মারাদোনাকে দেখিয়েছিলেন জাগলিংয়ের জাদু। আপ্লুত মারাদোনা অনুরাগীকে বুকে জড়িয়ে ধরেছিলেন, গালে এঁকে দিয়েছিলেন স্নেহ-চুম্বন। প্রিয় তারকার চিহ্ন ধরে রাখতে সেই সময় টানা তিনদিন স্নান করেননি উত্তম।
২২ বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে জাগলিং দেখিয়ে আসছেন উত্তম। কিন্তু স্বপ্নপূরণের মুহূর্ত এসেছিল ২০০৮ সালের ৬ ডিসেম্বর। সল্টলেক স্টেডিয়ামে মারাদোনার সামনে জাগলিং দেখানোর সুযোগ পেয়েছিলেন। সেই দিনটাকে ও মারাদোনার স্নেহ-চুম্বন পাওয়ার মুহূর্তটাকেই জীবনের সবথেকে বড় প্রাপ্তি বলে জানিয়েছেন উত্তম। ২০১৭ সালে মারাদোনার দ্বিতীয়বার কলকাতা সফরেও সামনে থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। অনপরাগীকে অটোগ্রাফ করে ফুটবলও উপহার দিয়েছিলেন মারাদোনা।
২২ বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে জাগলিং দেখিয়ে আসছেন উত্তম। কিন্তু স্বপ্নপূরণের মুহূর্ত এসেছিল ২০০৮ সালের ৬ ডিসেম্বর। সল্টলেক স্টেডিয়ামে মারাদোনার সামনে জাগলিং দেখানোর সুযোগ পেয়েছিলেন। সেই দিনটাকে ও মারাদোনার স্নেহ-চুম্বন পাওয়ার মুহূর্তটাকেই জীবনের সবথেকে বড় প্রাপ্তি বলে জানিয়েছেন উত্তম। ২০১৭ সালে মারাদোনার দ্বিতীয়বার কলকাতা সফরেও সামনে থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। অনপরাগীকে অটোগ্রাফ করে ফুটবলও উপহার দিয়েছিলেন মারাদোনা।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement