এক ঝলকে: ‘বাংলায় দলিতরা অত্যাচারিত’, দাবি দিলীপের, পাল্টা পার্থ, সঙ্গে অন্য খবর
হাওড়ার লিলুয়ায় স্পেশাল ট্রেনে রেল পুলিশের তল্লাশির জেরে যাত্রীদের বিক্ষোভ। রেল পুলিশরা তল্লাশি চালানোয় সাধারণ যাত্রীরা স্টেশন মাস্টারের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে ভাঙচুর। আজ সকাল সাড়ে ৬ টা নাগাদ ওই ঘটনা ঘটে। ডোমকল থানার পুলিশ মৃতার বাবা ও দুই ভাইকে ভাঙচুরের অভিযোগে আটক। মুর্শিদাবাদের রেজিনগরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় মৃত ৩। পুলিশ ট্রাকটিকে আটক করেছে, চালক পলাতক। চিকিৎসা না পাওয়ার অভিযোগে পাঁশকুড়া কোভিড হাসপাতালে ভাঙচুর, চিকিৎসককে হেনস্থার অভিযোগ। আটক ৪। উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের পর আততায়ীরা সোদপুর রেল ইয়ার্ডে বাইক রেখেছিল, সেখান থেকে বাবুঘাট। তারপর বাসে করে বিহারে পালায় তারা, দাবি সিআইডি সূত্রে। বাংলায় দলিতরা অত্যাচারিত, মন্তব্য দিলীপ ঘোষের, পাল্টা দাবি পার্থ চট্টোপাধ্যায়ের।